কুরআন সেন্টার কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি পরিচালিত #মাদরাসাতুল_মানার_বসুন্ধরা শাখার দাখিল পরীক্ষা ২০২৪ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করে কুরআন সেন্টার । গত ২৪ মে জুমাবার সেন্টারের হল রুমে এই সংবর্ধনার আয়োজন করা হয় । সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুস শহীদ নাসিম বলেন, মাদরাসাতুল মানার এর স্লোগান হচ্ছে ‘সেরাদের সেরা মাদরাসা’ সোসাইটি এই প্রতিষ্ঠানকে দেশ সেরা মাদরাসা হিসেবে গড়ার জন্য সকল প্রকার চেষ্টা করে যাচ্ছে । আলহামদুলিল্লাহ, আমরা সেই প্রচেষ্টার ফল স্বরূপ আজকের এই রেজাল্ট।
উল্লেখ্য সোসাইটি প্রতিষ্ঠিত ৫টি প্রতিষ্ঠানের মধ্যে মাদরাসাতুল মানার প্রথম প্রতিষ্ঠান, যা ২০১৮ সালে বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন প্রতিষ্ঠিত হয়। এ বছরই অত্র প্রতিষ্ঠান থেকে প্রথম দাখিল পরীক্ষায় ১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং ৮ জন A+ ও ৩জন A গ্রেড পেয়ে শতভাগ কৃতকার্য হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটির সম্মানীত সভাপতি বিশিষ্ট আলেমে দীন মাওলানা আবদুস শহীদ নাসিম, কুরআন সেন্টারের নির্বাহী পরিচালক জনাব মাহফুজুর রহমান, মাদরাসাতুল মানার বসুন্ধরা শাখার সভাপতি জনাব মোহাম্মদ আলী, সেক্রেটারি ডা. আনোয়ারুল হক মোল্লা, জানাব আবদুল ওয়াহেদ মাদানী, অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ জানাব সালাহ উদ্দীন বিন নূরী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ ।