বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি
মিশন ও ভিশন
কুরআন মজিদ পড়তে শিখা ও শিখানো, এর মর্ম ও তাৎপর্য উপলব্ধি করা ও করানো, এর অনুসরণ ও প্রবর্তন করা এবং কুরআনি শিক্ষার প্রচার ও প্রসার ।
বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি কেন ?
আল কুরআন মূলত আল্লাহ প্রদত্ত মানবজাতির জীবন যাপনের গাইড বুক। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত, আনুগত্য ও হুকুম পালন করে চলার জন্যে।
মহান আল্লাহ তাঁর আখেরি নবী মুহাম্মদ সা.-এর মাধ্যমে মানুষের জন্যে তাঁর হেদায়াত মতো জীবন যাপনের বিধান হিসেবে আল কুরআন নাযিল করেছেন। সুতরাং আল কুরআনই এবং নবী সা.-এর সুন্নাহই মানুষের দুনিয়া ও আখিরাতের শান্তি, মুক্তি, কল্যাণ ও সাফল্যের মূল চাবিকাঠি।
কিন্তু, আমাদের দেশের অনেক মানুষই এ মহাগ্রন্থের মর্মবাণী সম্পর্কে অবহিত নন। অনেকেই কুরআন মজিদ পড়তে পারেন, কিন্তু এর মর্ম বুঝতে পারেন না। আবার অনেকেই কুরআন মজিদ পড়তে শিখেননি। তাছাড়া মহান আল্লাহর বাণী ও নির্দেশ হিসেবে আল কুরআনকে জানা, মানা ও অনুসরণ করা যে সবচেয়ে বড় ফরয কাজ, এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টিও অনেকে অনুভব করেন না।
তাই, কুরআন মজিদ পড়তে শিখা ও শিখানো, এর মর্ম ও তাৎপর্য উপলব্ধি করা ও করানো, এর অনুসরণ ও প্রবর্তন করা এবং কুরআনি শিক্ষার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছে ‘বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি’।
সোসাইটির মূল শ্লোগান হলো:
‘জানার জন্যে কুরআন পড়ুন, মানার জন্যে কুরআন পড়ুন’।
READ THE QURAN TO KNOW, READ THE QURAN TO FOLLOW
এ সোসাইটি একটি অলাভজনক সংস্থা। সোসাইটির যাবতীয় আয় এর লক্ষ্য অর্জন, কর্মসূচি বাস্তবায়ন ও জনকল্যাণের কাজে ব্যয় হয়।