About Us

বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি

মহান আল্লাহর কিতাব আল কুরআন জানা, বুঝা ও অনুসরণ করার প্রেরণা সৃষ্টি ও প্রচেষ্টা চালানোর মহতি উদ্দেশ্য নিয়ে এবং এ প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাকের রেজামন্দি হাসিল করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি।

মিশন ও ভিশন

কুরআন মজিদ পড়তে শিখা ও শিখানো, এর মর্ম ও তাৎপর্য উপলব্ধি করা ও করানো, এর অনুসরণ ও প্রবর্তন করা এবং কুরআনি শিক্ষার প্রচার ও প্রসার ।

বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি কেন ?

আল কুরআন মূলত আল্লাহ প্রদত্ত মানবজাতির জীবন যাপনের গাইড বুক। মহান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত, আনুগত্য ও হুকুম পালন করে চলার জন্যে।

মহান আল্লাহ তাঁর আখেরি নবী মুহাম্মদ সা.-এর মাধ্যমে মানুষের জন্যে তাঁর হেদায়াত মতো জীবন যাপনের বিধান হিসেবে আল কুরআন নাযিল করেছেন। সুতরাং আল কুরআনই এবং নবী সা.-এর সুন্নাহই মানুষের দুনিয়া ও আখিরাতের শান্তি, মুক্তি, কল্যাণ ও সাফল্যের মূল চাবিকাঠি।

কিন্তু, আমাদের দেশের অনেক মানুষই এ মহাগ্রন্থের মর্মবাণী সম্পর্কে অবহিত নন। অনেকেই কুরআন মজিদ পড়তে পারেন, কিন্তু এর মর্ম বুঝতে পারেন না। আবার অনেকেই কুরআন মজিদ পড়তে শিখেননি। তাছাড়া মহান আল্লাহর বাণী ও নির্দেশ হিসেবে আল কুরআনকে জানা, মানা ও অনুসরণ করা যে সবচেয়ে বড় ফরয কাজ, এই অতীব গুরুত্বপূর্ণ বিষয়টিও অনেকে অনুভব করেন না।

তাই, কুরআন মজিদ পড়তে শিখা ও শিখানো, এর মর্ম ও তাৎপর্য উপলব্ধি করা ও করানো, এর অনুসরণ ও প্রবর্তন করা এবং কুরআনি শিক্ষার প্রচার ও প্রসারের উদ্দেশ্যে ১৯৯৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছে ‘বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি’।

সোসাইটির মূল শ্লোগান হলো:

‘জানার জন্যে কুরআন পড়ুন, মানার জন্যে কুরআন পড়ুন’।

READ THE QURAN TO KNOW, READ THE QURAN TO FOLLOW

এ সোসাইটি একটি অলাভজনক সংস্থা। সোসাইটির যাবতীয় আয় এর লক্ষ্য অর্জন, কর্মসূচি বাস্তবায়ন ও জনকল্যাণের কাজে ব্যয় হয়।

Read The Quran To KnowFollowUnderstandTeachPreach

সোসাইটির চলতি প্রধান প্রধান কার্যক্রম

কুরআন ভিত্তিক আলোচনা সভা

সোসাইটির সদস্যগণ নিয়মিত ও অনিয়মিতভাবে কুরআন শিক্ষাদান করেন, কুরআন নিয়ে আলোচনা সভা করেন, তফসির করেন, দরস বৈঠক করেন, কুরআন ক্লাস পরিচালনা করেন।

অনুবাদ কুরআন বিতরণ প্রকল্প

সোসাইটি ‘আল কুরআন: সহজ বাংলা অনুবাদ’ নামে কুরআন মজিদের একটি সহজ শুদ্ধ ও উন্নত অনুবাদ প্রকাশ করেছে। সোসাইটি মুসলিম অমুসলিম সর্বশ্রেণির শিক্ষিত মহলের কাছে কুরআন মজিদের এই অনুবাদ গ্রন্থটি পৌঁছে দেয়ার একটি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। ক্রমান্বয়ে ২৫ লক্ষ কুরআন বিতরণ করা হবে ইনশাআল্লাহ। এরিমধ্যে বিতরণ কার্যক্রম এগিয়ে চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কালাম বিতরণের এই পুণ্যময় কাজে অংশ গ্রহণের জন্যে আমরা হৃদয়বান সকলের কাছে আকুল আবেদন জানাই।

কুরআন কুইজ প্রতিযোগিতা

কুরআনের আলোকে কিশোর, তরুন ও যুব সমাজের জ্ঞান ও চরিত্রকে উন্নত উদ্ভাসিত করার লক্ষ্যে সোসাইটি ২০১৭ সাল থেকে কুরআন কুইজ প্রতিযোগিতা আয়োজন করে আসছে। আলহামদুলিল্লাহ এতে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। হাদিস কুইজ এবং সীরাত কুইজ প্রতিযোগিতা আয়োজনের কর্মসূচিও রয়েছে।

কুরআন ভিত্তিক টট্ (TOT) ক্লাস

সোসাইটি তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই কুরআন বুঝার ও বুঝানোর উপযুক্ত শিক্ষক তৈরির উদ্দেশ্যে TOT ( Training of Trainers) জাতীয় প্রোগ্রাম পরিচালনা করে আসছে। আলহামদুলিল্লাহ, এ প্রোগ্রামে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

মাদ্রাসা পরিচালনা

মানার এডুকেশন কমপ্লেক্স-এর আওতায় সোসাইটি ২০১৮ সাল থেকে ‘মাদরাসাতুল মানার’ নামে উন্নত শিক্ষা কারিকুলামে একটি আদর্শ মাদ্রাসা পরিচালনা শুরু করেছে। এটি কামিল ক্লাস পর্যন্ত উন্নীত হবে। সোসাইটি এটিকে দেশের একটি সেরা দীনি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

কুরআনের ভাষায় কুরআন বুঝা কোর্স

আলহামদুলিল্লাহ, ২০১০ সাল থেকে সোসাইটি ‘কুরআনের ভাষায় কুরআন বুঝা’ কোর্স চালু করার এক সাহসী পদক্ষেপ নিয়ে আধুনিক শিক্ষিতদের সরসারি আরবি ভাষায় কুরআন বুঝার পথ উন্মুক্ত করে দিয়েছে।

কুরআনের কাজে অবদানের জন্যে এ্যাওয়ার্ড প্রদান

যারা বিভিন্ন ক্ষেত্রে কুরআন কেন্দ্রিক কাজ করেছেন এবং করে যাচ্ছেন, সোসাইটি তাঁদের অবদানের স্বীকৃতি প্রদান ও প্রেরণা যোগানোর উদ্দেশ্যে ‘কুরআন শিক্ষা সোসাইটি এ্যাওয়ার্ড’ চালু করেছে। সোসাইটি এ যাবত ২২ জন মণীষীকে কুরআনের কাজে বিশেষ অবদানের জন্যে ‘কুরআন শিক্ষা সোসাইটি এ্যাওয়ার্ড’ প্রদান করেছে।

শিক্ষা বৃত্তি প্রদান

দরিদ্র মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের একটি প্রকল্প সোসাইটি পরিচালনা করছে। ২০০৫ সাল থেকে এই বৃত্তি প্রদান করা শুরু হয়েছে। নিয়মিত মাসিক বৃত্তি প্রদান করা ছাড়াও সোসাইটি ছাত্রদের ভর্তি ফি, পরীক্ষার ফি, বই ক্রয় এবং চিকিৎসা বাবদ আর্থিক সহযোগিতা করে আসছে।

সামজকল্যাণমূলক কার্যক্রম

সোসাইটি দরিদ্র, বিশেষ করে কুরআন শিখতে আগ্রহী দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা প্রদান করে। এছাড়াও সাধ্যানুযায়ী অন্যান্য কল্যাণধর্মী কাজ করে থাকে।

মানার এডুকেশন কমপ্লেক্স

সোসাইটি ‘মানার এডুকেশন কমপ্লেক্স’ নামে ব্যাপক ভিত্তিক একটি উন্নত মানের দীনি শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠার কাজ হাতে নিয়েছে। মানার এডুকেশন কমপ্লেক্সের আলাদা ব্রুশিয়ার রয়েছে।

কুরআন সেন্টার/প্রকল্প

বাংলাদেশ কুরআন শিক্ষা সোসাইটি উন্নত পদ্ধতিতে ব্যাপকভাবে কুরআন শিক্ষাদান ও কুরআনের বাণী প্রচারের উদ্দেশ্যে ঢাকা মহানগরীতে নির্মাণ করার